1. admin@facfltd.com : facfltd :
  2. admin@starkarnafully.com : প্রকাশক ও সম্পাদক :
আবার হবে দেখা - ফরিদা ফরহাদ - স্টার কর্ণফুলী টিভি
May 9, 2025, 6:15 am

আবার হবে দেখা — ফরিদা ফরহাদ

প্রতিবেদক
  • আপডেট : Wednesday, September 13, 2023
  • 207 জন পড়েছেন

আবার হবে দেখা

সীতাকুণ্ড পাহাড়ে

সমুদ্র জলে

রাঙামাটি ঝিলে

ঝুলন্ত ব্রিজে…।

তোমায় আমি লুকোচুরি খেলা শেষে

ধরে ফেলব আলিঙ্গনে।

কোথায় লুকাবে তুমি

নির্জন কোনো এক ঘরে

যেখানেই যাও আমার হাত থাকবে

তোমার পিঠে…।

বৃষ্টির দিনে ভর দুপুরে

কিংবা খেয়ালখুশি মত

কলোই ভাজা, মুড়ি, চিড়া ভাজা

খেতে খেতে সুখের গান গাইতে

এখন অজস্র ধারা বইছে

তুমি আসো রাখা আছে

বৈয়মভরা বুট কলই

সিমের বিচি ভাজা সাথে চালভাজা।

তোমাকে আসতেই হবে

এ যে তোমার জন্য।

শেয়ার করুন

সম্পর্কিত খবর
Theme Customized By LiveTV