1. admin@facfltd.com : facfltd :
  2. admin@starkarnafully.com : প্রকাশক ও সম্পাদক :
কর্ণফুলী উপজেলায় গভীর ভাবগাম্ভীর্যে জাতীয় শোক দিবস পালিত - স্টার কর্ণফুলী টিভি
May 9, 2025, 6:12 am

কর্ণফুলী উপজেলায় গভীর ভাবগাম্ভীর্যে জাতীয় শোক দিবস পালিত

প্রতিবেদক
  • আপডেট : Friday, August 18, 2023
  • 256 জন পড়েছেন

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৮টায় কর্ণফুলী উপজেলা প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে শুরু হয় শোক দিবসের কার্যক্রম।পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা: ফারহানা মমতাজ, বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম, কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডঃ বাবুল চন্দ্র নাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোঃ আলমগীর, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নওশাদ, সমাজ সেবা কর্মকর্তা সবুর আলী সহ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ কর্ণফুলীর কর্মকর্তা ও কর্মচারীগণ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়মী লীগের সভাপতি ফারুক চৌধুরী বলেন, “১৯৭৫ সালের ১৫ আগষ্ট সেই কালো রাত্রে জাতির পিতা বঙ্গবন্ধু সহ ২৬ জন কে নির্মমভাবে হত্যা করে তারা চেয়েছিল এ দেশের স্বাধীনতার সূর্য কে নিমজ্জিত করতে। কিন্তু তারা তা পারেনি। জননেত্রী শেখ হাসিনা হাতে আস্থার ঠিকানা বাংলাদেশ আজ নিরাপদ,আগামী জাতীয় নির্বাচনে সবাই কে শোককে শক্তিতে রূপান্তরিত করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান করেন।”

শেয়ার করুন

সম্পর্কিত খবর
Theme Customized By LiveTV