1. admin@facfltd.com : facfltd :
  2. admin@starkarnafully.com : প্রকাশক ও সম্পাদক :
কর্ণফুলীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার - স্টার কর্ণফুলী টিভি
June 13, 2025, 3:38 am

কর্ণফুলীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
  • আপডেট : Thursday, September 19, 2024
  • 168 জন পড়েছেন

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে একটি ভাড়া বাসা থেকে জান্নাতুর মাওয়া (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ড হাফেজের নতুন বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার তাহের আহমেদ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান পুলিশ।

মৃত জান্নাতুর মাওয়া চন্দনাইশ দোহাজারী ছাগাচর এলাকার ইয়াসিন আরাফাত মোরশেদের স্ত্রী। পিতা মরহুম আবুল কালাম ও মাতা রোকেয়া বেগম। বর্তমানে সে ঘটনাস্থলের বাসায় ভাড়া বসবাস করতেন।

কর্ণফুলী থানার ওসি তদন্ত মেহেদী হাসান বলেন, ওই বাসার জানালার গ্রীলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে সকালে ঝুলন্ত অবস্থায় আমরা লাশ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে রাতের ১১ টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটায়। প্রাথমিকভাবে জানতে পেরেছি। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত খবর
Theme Customized By LiveTV