1. admin@facfltd.com : facfltd :
  2. admin@starkarnafully.com : প্রকাশক ও সম্পাদক :
বাবার মতো আমিও আনোয়ারাবাসীর সেবা করে যাব : জাবেদ - স্টার কর্ণফুলী টিভি
March 14, 2025, 3:40 pm

বাবার মতো আমিও আনোয়ারাবাসীর সেবা করে যাব : জাবেদ

প্রতিবেদক
  • আপডেট : Saturday, June 1, 2024
  • 97 জন পড়েছেন
Oplus_131072

চট্টগ্রাম–১৩ আনোয়ারা কর্ণফুলী আসনের সংসদ সদস্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আনোয়ারার উপকূলীয় এলাকায় আসলে আমার ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের কথা মনে পড়ে। ভয়াবহ সেই রাতে আনোয়ারা উপকূলের হাজার হাজার মানুষ মারা যায়। সেই দিনের দুর্যোগকালীন আমি আমার প্রয়াত পিতা বর্ষীয়ান রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর সাথে ঘূর্ণিঝড় পরবর্তী উপকূলীয় মানুষের পুনর্বাসন কার্যক্রমে সার্বিকভাবে পাশে দাঁড়িয়েছিলাম। আমার মরহুম বাবা ৯১ এর ঘূর্ণিঝড়ের পর উপকূলবাসীর পুনর্বাসনে ব্যাপক ভূমিকা রাখেন। সেদিন বাবার সাথে আমিও ছিলাম। আর আমার পিতার অবর্তমানে বিগত ১০ বছরের অধিক সময় ধরে উপকূলবাসীর জানমাল রক্ষায় সুরক্ষা বাঁধ নির্মাণ করে দিয়েছি। যাতে করে আর কোনো ৯১ সালের পরিস্থিতির সম্মুখীন হতে না হয় উপকূলবাসীকে। আমি চট্টগ্রামে আসলে প্রতি জুমাবারে আমার সংসদীয় এলাকার বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করার চেষ্টা করি।

মানুষের সুখ দুঃখের কথা শোনার চেষ্টা করি। আমিও আমার বাবার মত এলাকার মানুষের সেবা করে যাব ইনশাল্লাহ। গতকাল শুক্রবার উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া জৈদ্দারহাট মনু মিয়া জামে মসজিদে জুমার নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাবের আহমেদ, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্‌, চেয়ারম্যান অসীম কুমার দেব, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর
Theme Customized By LiveTV