1. admin@facfltd.com : facfltd :
  2. admin@starkarnafully.com : প্রকাশক ও সম্পাদক :
নারীদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার চেষ্টা করবো। চুমকী চৌধুরী - স্টার কর্ণফুলী টিভি
March 14, 2025, 8:27 pm

নারীদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার চেষ্টা করবো। চুমকী চৌধুরী

প্রতিবেদক
  • আপডেট : Saturday, June 1, 2024
  • 102 জন পড়েছেন
Oplus_131072
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে মানবিক বিভাগে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া চুমকী চৌধুরীর দিন কাটত টিউশনি করে। নিজের পড়াশোনা আর পরিবারের খরচ চলত সেই আয় দিয়ে। সেদিন পড়াশোনার খরচ কীভাবে জোগাবেন, সে চিন্তায় কাঁদছিলেন চুমকী চৌধুরী। নানা প্রতিকূলতা পেরিয়ে আজ তিনি আনোয়ারা উপজেলার নারী ভাইস চেয়ারম্যান।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে গত দুবারের আলোচিত নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীসহ দুজনকে হারিয়ে নির্বাচিত হয়েছেন চুমকী চৌধুরী। হাঁস প্রতীকে চুমকী চৌধুরী পেয়েছেন ৪৫ হাজার ৯৪০ ভোট। কলস প্রতীকে পারভিন আকতার ২৫ হাজার ৮২ ভোট আর ফুটবল প্রতীকে মরিয়ম বেগম পেয়েছেন ২৩ হাজার ৪৮০ ভোট। আনোয়ারা ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন চুমকী। সেবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে ১০ হাজার ২২২ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পান মাত্র ৩১ জন। তাঁদের মধ্যে ২১ জনই ছাত্রী। শহরের নামকরা কলেজগুলোকে টেক্কা দিয়ে আনোয়ারা উপজেলা থেকে চুমকী চৌধুরীর সাফল্য নজর কাড়ে সবার। কিন্তু ফল জানার পর দুই চোখ গড়িয়ে পানি পড়ছিল তাঁর। মেয়ের চোখে পানি দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি বাবা আশীষ চৌধুরীও।
বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদকের পাশাপাশি আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন চুমকী। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যও। শিক্ষাজীবনে তিনি এলএলবি, এলএলএম করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপরাধবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন।

নির্বাচিত হওয়ার পর চুমকী চৌধুরী বলেন, নারীদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার চেষ্টা করবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর
Theme Customized By LiveTV