১৫ সেপ্টেম্বর,শুক্রবার সকাল ১০ টা থেকে আশ্রয়ন প্রকল্প সংলগ্ন সরকারি খাস পুকুর, জুলধা ইউনিয়ন, কর্ণফুলীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ।
৪দিন ব্যাপি সাঁতার প্রতিযোগিতা কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী।
বিশেষ অতিথিঃ দুলাল মাহমুদ অফিসার ইনচার্জ কর্ণফুলী, সহ-সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থা।
এনামুল হক সরকার যুব উন্নয়ন অফিসার, কর্ণফুলী।
আরো উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন নবী, প্যানেল চেয়ারম্যান চরলক্ষ্যা ইউপি, বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ সেকান্দর মির্জা,মোঃ আবদুল গফুর, দিপু চাকমা, মোঃ আইয়ুব খান,সৈয়দুল ইসলাম শহীদ, সেকান্দর মির্জা, হাসান মুরাদ, আবদুল খালেক জুয়েল, এ, এম রোকন উদ্দিন মোঃ ইফতেখার ইরফাত, রাফাত মাহমুদ, দিদারুল আলম, বোরহান উদ্দিন তুহিন ও উপজেলা ক্রীড়া সংস্থা অফিস কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।
দলের সাথে টিম ম্যানেজার হিসেবে উপস্থিত ছিলেন চরলক্ষ্যা স্পোর্টস একাডেমির মোঃ সোহেল, কালের কন্ঠ শুভ সংঘের মোঃ লোকমান, রূপসী বাংলা স্পোর্টিং ক্লাবের জে আর রানা,চরপাথরঘাটা কর্ণফুলী ক্লাবের মুহাম্মদ সোহেল, বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি মোঃ বাহার, মুক্ত বিহঙ্গ ক্লাবের রাসেল রাইন, মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয় উইলিয়াম, জুলধা শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের মোঃ সোহেল,মজিবুর রহমান সোহাগ
আন্তঃ ক্লাব সাঁতার প্রতিযোগিতায় অ্যাফিলিয়েট ভুক্ত ১৬ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
১৬ দল থেকে তিন ক্যাটাগরিতে সর্বমোট ৪৮ জন প্রতিযোগি অংশ নেন
এবং এ প্রতিযোগিতা সর্বমোট চারদিন অনুষ্ঠিত হবে।
যে সকল দল অংশগ্রহণকারী দলগুলো হলো করবে,
জাগরণী সংঘ
মুক্তবিহঙ্গ ক্লাব
আব্দুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ
কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি
শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাব
ইছানগর যুব সংঘ
কালের কন্ঠ শুভ সংঘ
মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়
জুলধা শাহ্ আমির উচ্চ বিদ্যালয়
চরপাথরঘাটা কর্ণফুলী সংঘ
শাহ্ অহিদিয়া ফাউন্ডেশন
চরলক্ষ্যা স্পোর্টস একাডেমি
আমেনা রহমান স্মৃতি সংসদ
বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি
রূপসী বাংলা স্পোর্টিং ক্লাব
জেন্টাল বয়েস স্পোর্টিং ক্লার মোঃ রাফাত মাহমুদ, ইছানগর যুব সংঘের মোঃ শামশুদ্দিন, জাগরনী সংঘের মোঃ রুবেল খান, শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাবের মোঃ দিদার, শাহ্ অহিদিয়া ফাউন্ডেশনের বোরহান উদ্দিন তুহিন কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির মোঃ মামুন।
ফলাফল উন্মুক্ত সাঁতারে প্রথম জাগরণী সংঘ ২য় মুক্ত বিহঙ্গ ক্লাব, ৩য় কালারপল ক্রীঁড়া সংস্থার শাহ অহিদিয়া স্পোর্টস ক্লাব ইছানগর যুব সংঘ, মরিয়ম আশ্রম উচ্চ দিদ্যালয় শাহ্ অহিদিয়া ফাউন্ডেশন আমেনা রহমান স্মৃতি সংসদ, চরলক্ষ্যা স্পোর্টস একাডেমি, রূপসী বাংলা স্পোর্টিং ক্লাব উল্লেখিত দল সমূহ আগামীকাল সকাল ১০ টায় আশ্রয়ন প্রকল্প সংলগ্ন সরকারি খাস পুকুরের দ্বিতীয় রাউন্ডে অংমগ্রহণ করবে।