1. admin@facfltd.com : facfltd :
  2. admin@starkarnafully.com : প্রকাশক ও সম্পাদক :
ভেজাল সয়াবিন তেল বাজারজাত করার সময় কর্ণফুলীতে মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার - স্টার কর্ণফুলী টিভি
July 16, 2025, 5:44 pm

ভেজাল সয়াবিন তেল বাজারজাত করার সময় কর্ণফুলীতে মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার

প্রতিবেদক
  • আপডেট : Wednesday, September 13, 2023
  • 242 জন পড়েছেন

ভেজাল সয়াবিন তেলে বিভিন্ন অননুমোদিত ব্র্যান্ডের লোগো ব্যবহার করে বাজারজাত করার সময় মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কর্ণফুলী থানাধীন কালারপোল স্কুলের পূর্ব পাশে একটি মার্কেটের গোডাউন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মৃত মোহাম্মদ মুছার ছেলে মো. আলমগীর (৩৬), বরিশালের মেহেন্দীগঞ্জ থানার লিটনের ছেলে সাইফুল ইসলাম হৃদয় (১৮) ও বায়েজিদের অক্সিজেন এলাকার মৃত মো. সায়েদের মো. শাকিল (১৮)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, কর্ণফুলীর কালারপোল স্কুলের পূর্ব পাশে একটি মার্কেটের গোডাউনের ভেতরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ভেজাল সয়াবিন তেল সংগ্রহ করে বাজারজাত করার জন্য সংরক্ষণ করছে- এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে মূলহোতা আলমগরীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৬৬১ লিটার ভেজাল সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা তেলের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত খবর
Theme Customized By LiveTV