1. admin@facfltd.com : facfltd :
  2. admin@starkarnafully.com : প্রকাশক ও সম্পাদক :
পাঁচলাইশ আবাসিকে ডেঙ্গু সচেনতামুলক র‌্যালী - স্টার কর্ণফুলী টিভি
March 23, 2025, 5:28 am

পাঁচলাইশ আবাসিকে ডেঙ্গু সচেনতামুলক র‌্যালী

প্রতিবেদক
  • আপডেট : Thursday, August 3, 2023
  • 97 জন পড়েছেন

“রাখিব চারপাশ পরিস্কার ,করিব ডেঙ্গু প্রতিরোধ ” কোমলমতি ছাত্র-ছাত্রীরা শ্লোগানে মুখরিত হয়ে পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির অফিসের সামনের থেকে র‌্যালী শুরু করে পুরা আবাসিক পদক্ষিন করে পূর্ণরায় অফিসের সামনে এসে শেষ হয়।

পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম সাইদুল ইসলামমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ সেলিমমের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন ১৬ন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূর মোস্তফা টিনু, চসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা এম এ হাশেম, পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার, চমেক হাসপাতালের হেমাটোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান শাহেদুর রহমান, পাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতির প্রচার সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ সমিতির সকল সদস্যবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীগণ।

ডেঙ্গু সচেনতা মুলক র‌্যালীতে পাঁচলাইশ আবাসিক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।
এই সময় বক্তারা বলেন, সচেতন না হলে ডেঙ্গু মহামারির থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। । সবাই কাদেঁ কাদঁ মিলিয়ে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

সম্পর্কিত খবর
Theme Customized By LiveTV