চট্টগ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বাংলাদেশের ব্যবসায়ীদের প্রিয় নেতা মাহবুবুল আলম দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স ইন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, মাহবুবুল আলম আমাদের চট্টগ্রামের গর্ব। এফবিসিসিআই এর ইতিহাসে আমরা চট্টগ্রাম থেকে ৩৪ বছর পর পুনরায় এফবিসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে আমাদের মাহবুব ভাইকে পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তার নেতৃত্বে বাংলাদেশের ব্যবসায়ী সমাজ কাজ করে যাবে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের উদ্যোক্তা ব্যবসায়ীরা তার নেতৃত্বে সামনে এগিয়ে যাবে। পাশাপাশি আমাদের নারী উদ্যোক্তাদের উন্নয়নে তার সার্বিক সহযোগিতা পাব বলে আমরা বিশ^াস করি।